১৮ দিনেও সন্ধান মেলেনি প্রতিবন্ধি হোসেন আলীর
https://www.obolokon24.com/2017/05/gaibandha_86.html
নুরুল ইসলাম ডাকুয়া,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের আয়নাল হকের নিখোঁজ পুত্র হোসেন আলীর সন্ধান ১৮ দিনেও মেলেনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, হোসেন আলী জন্মগত ভাবে একজন মানুষিক ভারসাম্যহীন। গত ২৬ এপ্রিল বাড়ির সবার অজান্তে কোথায় যেন বেড়িয়ে পড়ে। পরে রাতে সে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজা-খুঁজি করতে থাকে। বন্ধু-বান্ধব, আতœীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজা-খুঁজি করেও তার সন্ধান পায়নি। হোসেন আলী কথা বলতে পারে না, ইশারা-ইংগিতের মাধ্যমে চলা ফেরা করে, কানেও শোনে না। তার উপর আবার অপারেশন করা রোগি। তার ডান হাতও ভাঙ্গা। কোন অসাধু ব্যক্তি তাকে ফুসলিয়ে কোথাও নিয়ে যেতে পারে। হোসেন আলীর বয়স ২৬ বছর। গায়ের রং শ্যাম কালো। স্বাস্থ্য হালকা-পাতলা ও উচ্চতা প্রায় ৫ ফুট। পরনে খেলার ট্রাউজার, গায়ে জার্সি। কোন স্ব-হৃদয়বান ব্যক্তি হোসেন আলীর সন্ধান পেলে-০১৯৮৯-০৭২১২৮,০১৭৬৩-২২৪৯৫৩,০১৯৮৮-৬২০৬৩২ নাম্বারে যোগাযোগ করে তথ্য দেয়ার অনুরোধ জানিয়েছেন তার বাবা-মা।
সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের আয়নাল হকের নিখোঁজ পুত্র হোসেন আলীর সন্ধান ১৮ দিনেও মেলেনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, হোসেন আলী জন্মগত ভাবে একজন মানুষিক ভারসাম্যহীন। গত ২৬ এপ্রিল বাড়ির সবার অজান্তে কোথায় যেন বেড়িয়ে পড়ে। পরে রাতে সে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজা-খুঁজি করতে থাকে। বন্ধু-বান্ধব, আতœীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজা-খুঁজি করেও তার সন্ধান পায়নি। হোসেন আলী কথা বলতে পারে না, ইশারা-ইংগিতের মাধ্যমে চলা ফেরা করে, কানেও শোনে না। তার উপর আবার অপারেশন করা রোগি। তার ডান হাতও ভাঙ্গা। কোন অসাধু ব্যক্তি তাকে ফুসলিয়ে কোথাও নিয়ে যেতে পারে। হোসেন আলীর বয়স ২৬ বছর। গায়ের রং শ্যাম কালো। স্বাস্থ্য হালকা-পাতলা ও উচ্চতা প্রায় ৫ ফুট। পরনে খেলার ট্রাউজার, গায়ে জার্সি। কোন স্ব-হৃদয়বান ব্যক্তি হোসেন আলীর সন্ধান পেলে-০১৯৮৯-০৭২১২৮,০১৭৬৩-২২৪৯৫৩,০১৯৮৮-৬২০৬৩২ নাম্বারে যোগাযোগ করে তথ্য দেয়ার অনুরোধ জানিয়েছেন তার বাবা-মা।