সুন্দরগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
https://www.obolokon24.com/2017/05/gaibandha_62.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ শাখা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র পল্লী উন্নয়ন প্রকল্প সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষ্যে ব্যাংক কার্যালয়ে সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক- এএইচএম রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার-এসএম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট- জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ- মুহাঃ আতিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার- মাহমুদুল হাসান মন্ডল, অধ্যক্ষ- একেএমএ হাবীব সরকার, আতাউর রহমান, প্রধান শিক্ষক (অবঃ)- আব্দুল মজিদ সরকার। এ সময় বক্তব্য রাখেন-ছাত্র সামিউল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ। পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন- অতিথিবৃন্দ।