সাদুল্যাপুরে ১৩ হিন্দু পরিবার উচ্ছেদকারীর প্রতি আল্টিমেটাম
https://www.obolokon24.com/2017/05/gaibandha_48.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
বাংলাদেশ মাইনোরিটি ওয়াস কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী- বিজয় চন্দ্র ভট্টাচার্য বলেছেন, আগামী ৫ দিনের মধ্যে হিন্দু সম্প্রদায়ের ১৩ পরিবারের নামে জমি দলিল করে দিয়ে তাদের বসতবাড়িতে পূর্র্বের ন্যায় শান্তিপূর্ণভাবে বসবাসের ব্যাবস্থা করে দিতে হবে এমদাদুল হককে। অন্যথায় বৃহত্তর আন্দোলন করা হবে।
শুক্রবার বিকেলে গাইবান্ধার সাদুল্যাপর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের জনৈক এমদাদুল হক কর্তৃক ১৩ হিন্দু পরিবারকে উচ্ছেদ করে দিয়ে বসত-ভিটা, ঘর-দরজা দখল করে নেয়ার পর প্রথমবারের মতো ঘটনাস্থল পরিদর্শনকালে সংগঠন দু’টির নেতৃবৃৃন্দ ৫ দিনের আল্টিমেটাম দিয়ে এমদাদুল হকের প্রতি একথা বলেন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় সংগঠন দু’টির নেতৃবৃন্দের মধ্য ছিলেন- তপন কুমার পান্ডে, অপূর্ব কুমার রায়, বিকাশ চন্দ্র কর্মকার, শিমুল কর, দিনেশ চন্দ্র রায়, পুলক বশাক। এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক- শ্যামল কুমার দাস ছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিপুল চন্দ্র বর্মণ, দীপক চন্দ্র দাস, অজিৎ কুমার রায়, বিনয় চন্দ্র বর্মণ, কানাই চন্দ্র দাসসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।