সুন্দরগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু
https://www.obolokon24.com/2017/05/gaibandha_40.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
গতকাল সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রমের আলোচনা সভা কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও ইউএনও এসএম গোলাম কিবরিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লায়েক আলী খান মিন্টু, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বাবলু মিয়া প্রমুখ। আলোচনা শেষে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। সংশ্লিষ্ট সুত্রে জানায়, উপজেলায় ১৫ ইউনিয়ন থেকে ১’শ ৯৯ জন নিজেদের মুক্তিযোদ্ধা দাবী করে আবেদন করেন।