নিখোঁজের ২৫ ঘন্টা পর শিশু নুরবানুর লাশ উদ্ধার

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)  প্রতিনিধি::গাইবান্ধার সাঘাটা উপজেলার টেপাপদুম শহর নয়াবন্দর আলাই নদীতে নিখোঁজ নূর বানুর ২৫ ঘন্টা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ৪ ডুবুরী সদস্য।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নূরবানুর লাশ উদ্ধার করা হয়। সে দিনাজপুর জেলার
ঘোড়াঘাট উপজেলার গোপালপুর গ্রামের বাবু মিয়ার শিশু কন্যা। তার চাচীশাপলা বেগমের বাবা খয়বর রহমানের বাড়িতে গত রবিবার বেড়াতে আসে। সোমবার দুপুরে নূর বানু (১৩), শাহনাজ (১০) ও শান্ত মিয়া (৭) নানার সঙ্গে নদীতে গোসল করছিল। হঠাৎ ৩ শিশু পানিতে ডুবে গেলে স্থানীয়দের সহাতায় ২ শিশু উদ্ধার করা সম্ভব হলেও নূর বানু নিখোঁজ
হয়ে যায়।
পরে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্য (ডুবুরী) এসে প্রায় ২ ঘন্টা ব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হন। এরপর মঙ্গলবার বালু ব্যবসায়ীদের গভীর গর্ত থেকে শিশু নূরবানুর লাশ উদ্ধার করেন। আক্ষেপের সঙ্গে এলাকার সচেতন মহল জানান, ঐ গ্রামের লোকজন পূর্ব থেকেই নদীর ঘাটে গোসল করে আসছিল। বালু উত্তোলনের কারণে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 2290157552814003583

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item