সুন্দরগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কাউন্সিল
https://www.obolokon24.com/2017/05/gaibandha_28.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি::
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত। গত শুক্রবার দিনব্যাপী অডিটরিয়াম হলে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন শেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুন্দরগঞ্জ উপজেলা কমান্ডার এমদাদুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. গোলাম কিবরিয়া। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মবিনুল হক জুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা সদর উপজেলা কমান্ডার আলী আকবর, উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম আযম ও থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান। প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (শিমুল)। প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা আহবায়ক এ্যাড: ইস্তেকুর রহমান সরকার ও বিশেষ বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সদস্য সচিব সাংবাদিক আতিকুর রহমান আতিক বাবু। এসময় আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুন্দরগঞ্জ উপজেলা সাবেক কমান্ডার লায়েক আলী খান মিন্টু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা আহবায়ক বাবলু মিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও আহবায়ক কমিটির সদস্য আনোয়ারা বেগম প্রমূখ। প্রথম অধিবেশন শেষে সভাপতি এমদাদুল হক বাবলু, আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় পর্বে জেলা ইউনিট কমান্ডার মবিনুল হক রুবেল বাবলু মিয়াকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক ও হারুন-অর-রশিদকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান উপজেলা কমান্ডের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন। কাউন্সিল অধিবেশন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নব-নির্বাচিত সন্তান কমান্ডারের নেতৃত্বে একটি আনন্দ র্যালী উপজেলা শহর প্রদক্ষিণ করে।