সুন্দরগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা আহত-৩

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী সন্তানসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাস্থল সুত্রে জানা গেছে, উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের পরিবারের সাথে জমা-জমির বিষয় নিয়ে ভাগি শরীকদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। মুক্তিযোদ্ধার বাড়ি ও বাড়ি সংলগ্ন খাস খতিয়ান ভুক্ত ২০ শতাংশ জমির দখল নিয়ে চলে আসা বিরোধের বিষয় নিয়ে মুক্তিযোদ্ধার স্ত্রী হালিমা খাতুন একটি অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে তারাপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আতোয়ার রহমান সরেজমিনে তদন্ত করতে ঘটনাস্থলে যান। তিনি উভয় পক্ষের বক্তব্য ও কাগজপত্র দেখে চলে যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে এক পর্যায়ে মুক্তিযোদ্ধা পরিবারের হামলা চালিয়ে মারপিট করে। এতে মুক্তিযোদ্ধার স্ত্রী হালিমা খাতুন সন্তান হারুন অর রশিদ ও হাবিবুর রহমান আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এছাড়া ওইদিন রাতেই হারুনের একটি পটল ক্ষেত কেটে ফেলে প্রতিপক্ষরা। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। এব্যাপার তারাপুর  ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আতোয়ার রহমান জানান তদন্ত কালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আমি  চলে আসার পর কি ঘটেছে জানি না। তিনি আরও জানান মুক্তিযোদ্ধা পরিবারের সাথে ভাইদের ২০ শতাংশ খাস জমি নিয়ে দ্বন্ধ চলছে। উল্লেখ্য গত ১৮ এপ্রিল একই প্রতিপক্ষরা মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা চালিয়ে মারপিট করে। এতে ৪ জন আহত হয়।  ওইদিন গভীর রাতে মুক্তিযোদ্ধার পুত্র হারুনের  একটি অষুধের দোকান আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় পাল্টা পাল্টি মামলা দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, মারামারির সংবাদ পেয়ে সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 5993873950267430286

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item