সুন্দরগঞ্জে আজও স্বীকৃতি পায়নি মুক্তিযোদ্ধা সংগঠক

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার অন্যতম মুক্তিযোদ্ধা সংগঠক মরহুম ফাসিউল ইসলাম বিশ্বাস আজও মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পায়নি।
জানা যায়, স্বাধীনতা যুদ্ধে উপজেলার বেলকা গ্রামের ফাসিউল ইসলাম বিশ্বাস মাতৃভূমি রক্ষার্থে মুক্তিযোদ্ধা সংগঠকের বলিষ্ঠ ভূমিকা পালন করেন। দেশের স্বাধীনতা পূর্ব ও পরবর্তীতে মৃত্যুক্ষণ পর্যন্ত বাংলাদেশ আ’লীগের সুন্দরগঞ্জ থানা শাখার সভাপতি ছিলেন। স্বাধীনতা পরবর্তীতে ১৯৭৫ সালের ২৯ আগষ্ট স্থানীয় বেলকা বাজার থেকে বাড়ি ফেরার সময় স্বাধীনতা বিরোধী চক্র তাঁকে গুলি করে হত্যা করে। এ ব্যাপারে কথা হলে মরহুম ফাসিউল ইসলাম বিশ্বাসের পূত্র ও বেলকা ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মাইদুল ইসলাম বিশ্বাস বলেন, তার পিতা একজন অন্যতম মুক্তিযোদ্ধা সংগঠক ও থানা আ’লীগের সভাপতি ছিলেন। ২০০৬ সালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে “১৯৭১’র মহান মুক্তিযুদ্ধে সুন্দরগঞ্জ উপজেলার সংগঠক হিসেবে মরহুম ফাসিউল ইসলাম বিশ্বাসকে মরণোত্তর সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। প্রভাষক মাইদুল ইসলাম বিশ্বাস বলেন, তিনি পরিবারের পক্ষ থেকে ঐ ক্রেষ্ট গ্রহণ করে নিজেকে গর্বিত মনে করলেও তার পিতা মরহুম ফাসিউল ইসলাম বিশ্বাস মুক্তিযোদ্ধা হিসেবে আজও স্বীকৃতি পায়নি। ফলে তিনি ২০১৪ সালে এ স্বীকৃত প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করেন”। যা যাচাই-বাছাই চলছে বলে জানা গেছে।  

পুরোনো সংবাদ

নির্বাচিত 9134139176630538670

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item