সুন্দরগঞ্জে মনোরঞ্জন সংগীত বিদ্যালয়ের সংগীতানুষ্ঠান
https://www.obolokon24.com/2017/05/gaibandha_15.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মনোরঞ্জন সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু মুর্যাল চত্বরে মনোরঞ্জন সংগীত বিদ্যালয়ের আয়োজনে নুরে আলম মানিকের সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও এসএম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাঃ মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা যুবলীগের আহবায়ক রেজাউল আলম রেজা। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিমাই চন্দ্র ভট্টাচার্য্য, স্বদেশ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক রেজাউল আলম রেজা প্রমুখ। পরে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।