সুন্দরগঞ্জে বজ্রপাতে ৩ জন আহত
https://www.obolokon24.com/2017/05/gaibandha_14.html
নুরুল ইসলাম ডাকুয়া,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামে (ধাপচিলা) বজ্রপাতে একই বাড়ির ৩ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মেডিকেল টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা চিকিৎসা দেয়া হয়। আহতরা হলেন ওই গ্রামের নয়া মিয়ার স্ত্রী কাফিরান (৪০), রেজাউল হকের স্ত্রী ফাতেমা (৩০), আলিম উদ্দিনের পুত্র আলি হোসেন (৫৫)। ঘটনাস্থল সুত্রে জানা গেছে, রবিবার ভোররাত থেকেই মুষুল ধারে বৃষ্টি পড়ছিল। কাফিরান ও ফাতেমা রান্না করতে ছিল। এমন সময় বাড়ির নিকটবর্তী স্থানে বজ্রপাত ঘটে। এ বজ্রপাতের গরম শক লেগে তারা আহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন কাফিরান এখনো কথা বলতে পারছে না। কাফিরানের পাশে থাকা তার খালা জানান, বজ্রপাতে আহত হওয়ার পর থেকেই কথা বলছে না। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিশ্বেস্বর চন্দ্র বর্মন জানান কাফিরান চিকিৎসা দেয়া হচ্ছে। কথা বলতে আরো সময় লাগবে। তিনি আরও জানান, কাফিরানের চিকিৎসা আমাদের আওতার মধ্যে আছে। তবে পরিস্থিতি অবনতির দিকে গেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান, লোক মারফত সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠিয়ে আহতদের হাসপাতালে নেয়া হয়।