ডোমারে ৪০দিন কর্মসূচীর কাজে ব্যাপক অনিয়ম, বসতভিটায় মাটি ভরাট
https://www.obolokon24.com/2017/05/domar_8.html
আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার সদর ইউনিয়নে ৪০দিন কর্মসূচীর কাজে ব্যাপক অনিয়মর। অর্থের বিনিময়ে রাস্তার বদলে মানুষের বসতভিটায় মাটি ভড়াট ছাড়াও ভুয়া শ্রমিকের নামে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে এক মেম্বারে বিরুদ্ধে। গত বৃহস্পতিবারে সরেজমিনে যানাযায়, উপজেলার ডোমার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার নারায়ন কর্মকার ভুজারী পাড়া গ্রামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতি দারিদ্রর জন্য কর্মসংস্থান কর্মসূচী(ইজিপিপি)’র আওতায় ৪০দিন কর্মসূচীর কাজের শ্রমিক দ্বারা রাস্তায় মাটি ভরাট না করে এলাকার মৃত খমির উদ্দিনের ছেলে অফিজ উদ্দিনের কাজ থেকে শ্রমিকের হাজিরার টাকার নাম করে অর্থনিয়ে তার বসতভিটায় মাটি ভরাট করে। এছাড়াও খাতা কলমে ১২জন শ্রমিকের তালিকা থাকলেও ৮জন শ্রমিক দিয়ে কাজ করিয়ে ৪জন শ্রমিকের ২শত টাকা করে প্রতিদিন ৮শত টাকা নিজেই উত্তোলন করে পকেটস্থ করছে সে। পুরুষ শ্রমিকের বদলী হিসাবে তাদের স্ত্রী ও খালা, ফুপুদের দিয়ে দায়সাড়া কাজ করে নিচ্ছে মেম্বার। শ্রমিক মুক্তা বেগম জানান, শুরুথেকে ৯জন শ্রমিক পরিশ্রম করে যাচ্ছি, বাকী ৪জন শ্রমিক কালো না সাদা আজ পর্যন্ত তাদের চেহারা দেখতে পাইনি আমরা। এবিষয়ে মেম্বার নারায়ন কর্মকারের মুঠো ফোনে জানতে চাইলে অনুপস্থিত ৪জন শ্রমিকের ব্যাপারে কোন উত্তর দেননি তিনি, তবে রাস্তায় মাটি লাগবেনা মর্মে মানুষের বসতভিটায় মাটি দেয়ার নিয়ম আছে বলে তিনি জানান। বিষয়টি তদন্ত সাপেক্ষে কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।