চিলাহাটি রেলওয়ে কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় কর্তপক্ষের তদন্ত।

নিজস্ব প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার চিলাহাটি রেলওয়ের ক্যারেজ ডিপোর হেড টিএক্স এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় উর্দ্ধতন কর্তপক্ষের তদন্ত। সরেজমিনে যানাযায়, চিলাহাটি ডিপোর কিছু অসাধু কর্মচারী দির্ঘদিন ধরে নিয়মিত কাজে যোগদান না করে ফাঁকি দিয়ে ডিপোর কাজে অবহেলা করে আসছে। যেহেতু নীল সাগর ট্রেন সহ মোট ৫টি আন্তনগর ট্রেন ওই রুটে চলাচল করছে, রেলওয়ে ও যাত্রীদের নিরাপত্তার সার্থে ডিপোর হেড টিএক্স সোহেল রহমান ও টিএক্স আলতাফ হোসেন ওই অসাধু কর্মচারীর বিরুদ্ধে নিয়মিত কাজে যোগদান না করার কারণে অনুপস্থিত হওয়ায় কয়েকদিনের বেতন কম পায়। এরই জের ধরে  ফিটার গ্রেড-১ কর্মচারী আব্দুল হাকিমের যোগসাজসে খালাসী সনাতন রায়কে দিয়ে গত ২৬/০৩/২০১৭ তারিখে ওই দুই অফিসারের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করান । এবিষয়ে গত বুধবার খুলনা ডিপোর সি ডাব্লিউ আই নুরুল হক তদন্তকারী কর্মকর্তা হিসাবে বিষয়টি তদন্ত করেন। এসময় ইউপি সদস্য, চিলাহাটি প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক, সরকার দলীয় নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সাক্ষী প্রমানের ভিত্তিতে অভিযোগটি সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট প্রমানিত হওয়ায় অভিযোগকারী সনাতন ও স্বাক্ষী আব্দুল হাকিমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য জোর দাবী জানিয়ে তদন্ত কর্মকর্তার নিকট একটি আবেদন দাখিল করেন। । হেড টিএক্স সোহেল রহমান জানান, তারা দির্ঘদিন ধরে দায়ীত্ব অবহেলা সহ প্রায় অযৌক্তিক  ছুটি দাবী করেন, এসব সুযোগ সুবিধা একাধীকবার না দেয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র শুরু করে। যাত্রী সুবিধা ও রেল দূর্ঘটনা এড়াতে তাদের সাথে বাগবিতন্ডা সৃষ্টি হয়। এরই জের ধরে আমাকে হেওপ্রতিপন্য করার উদেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে তারা।  

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item