ডোমার মির্জাগঞ্জে ডাঃ জাহিদুলের জানাজা সম্পন্ন
https://www.obolokon24.com/2017/05/domar_74.html
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার মির্জাগঞ্জে ডাঃ জাহিদুলের জানাজা সম্পন্ন। তার মৃত্যুতে এলাকার ব্যবসায়ী মহল, রাজনৈতিক অংঙ্গন সহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। ৩০ মে মঙ্গলবার বিকাল ৩.৫০ মিনিটে মিরজাগঞ্জ হাট সংলগ্ন তার নিজ বাস ভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না নিল্লাহি........রাজিউন। তিনি দির্ঘদিন থেকে কিটনি জনিত রোগে ভুগছিলেন। পরদিন বুধবার সকাল ৯টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাযায়, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান সাজু, ইউনিয়ন আঃলীগের সম্পাদক এহেতেশামুল হক, শিক্ষক এএসএম আব্দুল কাদের, নাজমুল আলম লিটন প্রামানিক, সাবেক শিক্ষক মোজাম্মেল হক, রজবআলী, আব্দুস সামাদ, আশার ম্যানেজার আব্দুর রাজ্জাক, আরডিআরএস’র এরিয়া ম্যানেজার হারুন অর-রশিদ প্রমূখ ছাড়াও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। ডাঃ জাহিদুল ইসলাম এলাকার সাবেক মেডিকেল অফিসার মৃত ডাঃ সিদ্দিক আহমেদের প্রথম পুত্র। তিনি মেসার্স জোবেদা ফার্মেসী নামক দোকানে ঔষধ ব্যবসার পাশাপাশী গ্রাম ডাক্তার হিসাবে এলাকায় ব্যপক পরিচিতি লাভ করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ১টি পুত্র, ২কন্যা সস্তান সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে ডোমার ঔষধ ব্যাসায়ী সমিতি, মিরজাগঞ্জ হাট ব্যবসায়ী, একতা যুব উন্নয়ন ক্লাব, শিক্ষক সমাজ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে মৃতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। পরিবারের পক্ষে তার ছোট ভাই জামিরুল ইসলাম লায়ন ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আত্বীয় স্বজন ও সকলের কাছে দোয়া কামনা করেন