ডোমারে বক্স কালভার্ট নির্মানে নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহারের অভিযোগ

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বক্সকালভার্ট নির্মানে  নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে বাস্তবায়কারী ঠিকাদারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকাবাসী উক্ত কর্মকর্তার দপ্তরে মৌখিক ভাবে একাধিকবার অভিযোগ করলে ওই দপ্তরের অফিস সহকারী  ওই কাজের তত্বাবধানকারী মহাইমেনুল উল্টো ঠিকাদারের পক্ষে সাফাই গাইছেন বলে জানিয়েছেন অনেকে। সরেজমিনে জানাগেছে, উপজেলা ৮নং ডোমার ইউনিয়নের চিকনমাটি গ্রামে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে একটি বক্সকালভার্ট নির্মান প্রকল্প গৃহীত হয়।  কাজটি ডিমলার  ঠিকাদারী প্রতিষ্ঠান  নিশি এন্টারপ্রাইজ বাস্তবায়ন করছে। শুরু থেকে ওই প্রতিষ্ঠানটি তত্বাধায়ক মহাইমেনুলকে ম্যানেজ করে নানা অনিয়মে জড়িয়ে পড়ে। এর মধ্যে শতভাগ ভাঙ্গা পাথর ও দেবীগঞ্জ সেন্ট ব্যবহারের কথা থাকলেও তার পরিবর্তে গোটাপাথর ও স্থানীয় বালু ব্যবহার করছে। কাজের সাথে জড়িত কয়েকজন রড মিস্ত্রী নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানায়, রডের ঘনত্ব সেন্টার টু সেন্টার ৪ থেকে সাড়েচার ইঞ্চির মধ্যে থাকার নিয়ম থাকলেও ঠিকাদার তা মানছেনা। বিষয়টি মহাইমেনুল দেখেও না দেখার ভান করছে। অনিয়মের বিষয়টি জানাজানি হলে  সাংবাদিকরা ওই অফিসে তথ্য চাইতে গেলে মোহাইমেনুল নিজে তথ্য না দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য নেয়ার পরামর্শ দেন। একজন অফিস সহকারী হয়ে প্রকৌশলীর কাজ কিভাবে তদারকি করছেন ? এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।  পরে অবশ্য ২হাজার টাকা দিয়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। এবিষয়ে এলাকাবাসী কজের মান যাচাইপূর্ব সঠিক ভাবে কাজ করা জোর দাবী জানিয়েছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7672737976929259489

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item