ডোমারে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা
https://www.obolokon24.com/2017/05/domar_33.html
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
“নিরাপদ প্রসব চাই স্বাস্থ্য কেন্দ্রে চলো যাই”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে আগামী ২৮ মে দেশব্যাপী পালিত হতে যাচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৭। এ দিবস কে ঘিরে নানা কর্মসূচির অংশ হিসেবে ২৫ মে বৃহস্পতিবার সকালে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতন হলরুমে ল্যাম্ব ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, শো প্রকল্পের আওতায় বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। বাড়িতে প্রসবই গর্ভবতী মা ও নবজাতক মৃত্যুর অন্যতম কারণ- এ বিষয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক/শিক্ষিকা ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায়, ল্যামে¦র টেকনিক্যাল কোর্ডিনেটর আলতাফ হোসেন, মডারেটর হিসেবে ফিরোজ পারভেজ,সহ: শিক্ষক। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, ল্যাম্বের ফিল্ড কোর্ডিনেটর জীবন কুমার পোদ্দার। সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত এ দিবসের কার্যক্রম আগামী ২৮ মে ২০১৭ তারিখে গর্ভবতী মা ও দম্পতিদের নিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়ন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালী, সমাবেশ ও আলোচনা সভার মধ্যে দিয়ে সমাপ্ত হবে বলে ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কর্মকর্তা জানান।