ডোমারের গোমনাতীতে পুলিশের মোবিলাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্প অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2017/05/domar_13.html
আনিছুর রহমান মানিক/আবু ফাত্তাহ্ কামাল পাখি-
নীলফামারীতে জেলা পুলিশের দুই দিন ব্যাপী মোবিলাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্প সমাপ্ত হয়েছে। জেলার ডোমার উপজেলার গোমনাতী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে শনিবার বিকালে ওই ক্যাম্পের সমাপনী ঘোষণা করেন পুলিশ সুপার জাকির হোসেন খান। গত শুক্রবার সকালে সেখানে ওই ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার।সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অশোক কুমার পাল, সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান, আলতাফ হোসেন, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদ আলী, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
পুলিশ সুপার জাকির হোসেন খান সমাপনী অনুষ্ঠানে বলেন, ‘কোন এলাকায় অপরাধ প্রবনতা বাড়লে সেসব এলাকায় অবস্থান করে পুলিশি তৎপরতা বাড়ানোই ওই ক্যাম্পের প্রধান উদ্দেশ্য। এসব ক্যাম্প সাধারণত জেলা, উপজেলার সীমান্তবর্তী অপরাধ প্রবন এলাকায় অনুষ্ঠিত হয়ে থাকে।’
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদ আলী বলেন, দুই দিনের ওই ক্যাম্প পরিচালনাকালে ডোমার ও ডিমলা উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক ১৫জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।’