মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক(কল্যাণ ও পুনর্বাসন) নির্বাচিত হলেন সুমি
https://www.obolokon24.com/2017/05/domar9031.html
নিজস্ব প্রতিনিধিঃ
মুক্তিযোদ্ধা সন্তানদের চেতনাবাহী সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১ম পঞ্চবার্ষিকী সম্মেলন মঙ্গলবার(৩০ মে) রাজধানীর মগবাজারস্থ নিউ ইস্কাটন রোড়ের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় অফিসে অনু্ষ্িঠত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অবসর প্রাপ্ত মেজর জেনারেল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ। এতে জেলা ও মহানগরের সকল ইউনিটের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে শেখ আতিকুল বাবুকে সভাপতি করে ১০ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়।ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদক(কল্যাণ ও পুনর্বাসন) হিসেবে রয়েছেন,নীলফামারী জেলার ডোমার উপজেলার কৃতী সন্তান,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী,রাবি সন্তান কমান্ডের সভাপতি,রাবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরকার ফারহানা আক্তার সুমি। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক(কল্যাণ ও পুনর্বাসন) হিসেবে মনোনীত হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিভিন্ন ইউনিটের প্রতিনিধি,নীলফামারী জেলার ও ডোমার উপজেলার সাবেক ও বর্তমান ছাত্রনেতা সহ বিভিন্ন পেশায় মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে সরকার ফারহানা আক্তার সুমি বলেন“আগামী পাঁচ বছরের জন্য মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর সাধারণ সম্পাদক(কল্যাণ ও পুনর্বাসন) মনোনীত হওয়ায় প্রথমত,কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহতা'আলার প্রতি। দ্বিতীয়ত,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান জনাব হেলাল মোর্শেদ খান(বীরবিক্রম) ও মহাসচিব(প্রশাসন) জনাব এমদাদ হোসেন মতিন,প্রচার সম্পাদক এম.এ আব্দুর রাজ্জাক সহ আমার সেই সকল ভাইবোনদের যারা আমার পাশে থেকে সহযোগিতা করেছে শক্তি জুগিয়েছে। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সন্তান কমান্ডের সভাপতি বানিয়েছিল। আজকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বানিয়েছে তাদের প্রতি। আজকে সবটুকু ভালোলাগা উৎসর্গ করছি,মুক্তিযোদ্ধা সন্তান ভাইবোনদের,মুক্তিযোদ্ধা চাচাদের।আমার বাবা-মার প্রতি। দোয়া করবেন আমি যেন আমার দায়িত্বে কর্মরত থাকতে পারি ও উজ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারি”।