এলাকাবাসীর শত বছরের কাঙ্খিত ফুলবাড়ীর শ্রীপুর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

৯২মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজে ব্যয় হবে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা



মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

এলাকাবাসীর শত বছরের কাঙ্খিত দিনাজপুরের ফুলবাড়ীর কুশলপুর শ্রীপুর নামক স্থানে ছোট যমুনা নদীর ওপর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বৃহস্পতিবার সকাল ১১টায় ওই সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।
    উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্বাস আলী মন্ডলের সভাপতিত্বে আয়োজিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা, আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শহিদুজ্জামান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আজিজ মন্ডল, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান প্রমূখ।
    অনুষ্ঠানে ইউনিয়ন বিভিন্ন পর্যায়ের বিএনপি’র দুই শতাধিক নেতাকর্মী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
    এদিকে এলাকাবাসীর শত বছরের কাঙ্খিত শ্রীপুর সেতুর নির্মাণ কাজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র উদ্যোগে শুরু হওয়ায় এলাকার শ্রীপুর নদী ঘাটের মাঝি মেনাজ উদ্দিন মন্ত্রীকে একটি গাভী উপহার দেন।
    উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শহিদুজ্জামান বলেন, এলজিইডি’র তত্ত্বাবধানে ৯৬ মিটার দীর্ঘ ছোট যমুনা নদীর ওপর শ্রীপুর সেতুর নির্মাণ কাজে ব্যয় হচ্ছে পাঁচ কোটি ৩১লাখ ৮৭হাজার ৮৬৫টাকা। সেতুটি নির্মাণ কাজ শেষ হলে ফুলবাড়ী উপজেলার সাথে পার্শ্ববর্তী বিরামপুর, নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার অন্তত ৫০টি গ্রামের সাথে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 3325568885152689928

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item