ফুলবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
https://www.obolokon24.com/2017/05/dinajpur_66.html
মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালনের জন্য উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও থানা, পৌর, কলেজ শাখা ছাত্রলীগ যৌথভাবে সকালে দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালীয় পৌর শহরে বের করা হয়। র্যালী শেষে জেলা ছাত্রলীগ নেতা সুমিত শীলের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, যূগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মাসুদুর রহমান মাসুদ, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, মো. তারেক, মানিক, রিয়াদ, নাসিম, আরিফুল, মাহাবুব, মেরাজ, ফারুক, সোহেল, নাসিম উদ্দিন নাইম, সাদ্দাদ আলম শাওন ও তমাল প্রমূখ।