চাল আমদানী বাড়লে বাজারে চালের দাম কমে যাবে---- দিনাজপুরে খাদ্যমন্ত্রী

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি বলেছেন, আর্ন্তজাতিক পর্যায়ে টেন্ডার কোটেশনের মাধ্যমে ৫/৬ লাখ মেঃ টন চাল আমদানী করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে বাজারজাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে লক্ষে সরকার চাল আমদানী করার উদ্যোগ গ্রহন করেছে। এ বছর অকাল বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে দেশের বিভিন্ন এলাকায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সে সকল বিষয় বিবেচনা করে চাল আমদানী করা হচ্ছে। তিনি আরো বলেন, চাল আমদানীতে শুল্ক সম্পুর্ন তুলে নেয়া হচ্ছে। এ লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)কে চিঠি দিয়েছে সরকার। এর প্রেক্ষিতে চাল আমদানীতে শুল্ক প্রত্যাহরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে লিখিত চিঠি পাঠায় খাদ্য মন্ত্রনালয়। শীঘ্রই এনবিআর এ সংক্রান্ত বিষয়ে অফিস আদেশ জারী করবে। বাজার স্থিতিশীল রাখতে এবং বাজারে চালের সরবরাহ বাড়াতে আমদানীতে শুল্ক মুক্ত করা হচ্ছে। বে-সরকারী পর্যায়ে চাল আমদানী বাড়লে বাজারে চালের দাম কমে যাবে। তিনি আরো বলেন, হাওর অঞ্চলের দূর্যোগ শুরু হওয়ায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়েছিল। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নীতিবাচক প্রচারনা করবেন তিলকে তাল করবেন না। মিল মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দিনাজপুরে এখন পর্যন্ত ৪০% বোরো ধান কাটা হয়নি। খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি’র উপস্থিতিতে দিনাজপুর জেলায় ৬১টি মিলার চুক্তি বদ্ধ হয়েছে। জেলায় সিএসডিসহ ২৬টি খাদ্যগুদাম এলাকায় ধারণ ক্ষমতা ৮৭ হাজার মে:টন হিসেবে বর্তমানে মজুদ রয়েছে ২৫ হাজার মে:টন। জেলায় অভ্যন্তরীন বোরো চাল ২০১৭ সংগ্রহ অভিযানে ৮৬ হাজার মেঃ টন লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। ১৭ মে বুধবার দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ দিনাজপুর আয়োজিত অভ্যন্তরীণ বোরো-২০১৭ সংগ্রহ বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন। জেলা প্রশাসক মীর খায়রুল আলম এর সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ বদরুল হাসান, রংপুর বিভাগ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ রায়হানুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়ছার আলী, চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, জেলা চাউলকল মালিক গ্রুপ’র সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন, সাধারণ সম্পাদক সুজা-উর -রব চৌধুরী, চাউলকল মালিক গ্রুপ’র সাবেক সভাপতি মোঃ সারোয়ার আশফাক আহম্মেদ লিয়ন, বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি রংপুর বিভাগ সহ-সভাপতি মোঃ মাহমুদ হাসান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুরুন্নবী, পুলহাট এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেক সারোয়ার, সেতাবগঞ্জ এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দীন ও জেলার ১৩ উপজেলার খাদ্য কর্মকর্তাগণ, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারন সম্পাদক মোঃ শাহিন হোসেনসহ সাংবাদিকবৃন্দ।

পুরোনো সংবাদ

প্রধান খবর 7666652350356086063

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item