দিনাজপুর জেলায় ৪৫৬৮ মে.টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ প্রতি কেজি গমের মূল্য ২৮ টাকা।
https://www.obolokon24.com/2017/05/dinajpur_55.html
মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলায় চলতি অর্থ বছরে ৪ হাজার ৫৬৮ মে.টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার সরকার প্রতি কেজি ২৮ টাকা মূল্যে গম সংগ্রহ করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় সিএসডি সহ ২৬টি খাদ্য গুদাম এলাকায় ধারণ ক্ষমতা ৮৭ হাজার মে.টন। জেলায় এবার ৪ হাজার ৫৬৮ মে.টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দিনাজপুর সদরে ২০৯ মে.টন, বিরলে ২১৪ মে.টন, বোচাগঞ্জে ১২০৯ মে.টন, কাহারোলে ১১৩২ মে.টন, বীরগঞ্জে ৭৫৯ মে.টন, খানসামায় ২৭৫ মে,টন, চিরিরবন্দরে ২৭৪ মে.টন, পার্বতীপুরে ১৩০ মে.টন, ফুলবাড়ীতে ৩০ মে.টন, বিরামপুরে ২০ মে.টন, নবাবগঞ্জে ২৭৫ মে.টন, ঘোড়াঘাটে ৮ মে.টন ও হাকিমপুরে ৩৩ মে.টন লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। গত ১৮ এপ্রিল থেকে ৩০ শে জুন পর্যন্ত খাদ্য গুদামে গম সংগ্রহের অভিযান চলবে। প্রতি কেজি গমের মূল্য ২৮ টাকা হিসাবে নির্ধারণ করা হয়েছে। সরকারের পর্যাপ্ত গম মজুদ থাকার পরও কৃষকদের উৎসাহ মূল্য বা ন্যার্য মূল্য দেয়ার জন্য মাঠ পর্যায়ে গম সংগ্রহ করছে।