৩ দিন পর দিনাজপুরে আবারো প্রেমিক জুটির লাশ উদ্ধার
https://www.obolokon24.com/2017/05/dinajpur_39.html
আব্দুস সাত্তার,দিনাজপুর সংবাদদাতা:
৩ দিন পর দিনাজপুরের বিরল উপজেলায় আবারো একই রশিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে প্রেমিক-প্রেমিকা।দিনাজপুরের বিরল থানার ওসি আব্দুল মজিদ জানান, রোববার দুপুরে এলাকাবাসী দেয়া খবরের ভিত্তিতে বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউনিয়নের শীষগ্রামে এক কদম গাছে একই রশিতে ঝুলন্ত প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করা হয়েছে। একই উপজেলার শহরগ্রামের অতিন চন্দ্র রায়ের পুত্র চন্দন কুমার রায় (১৭) ও মাদারীগ্রামের নীল কান্ত দেবশর্মার কন্যা ছায়ারানী দেবশর্মা (১৬) পারিবারিকভাবে প্রেমের স্বীকৃতি না পাওয়ায় একই রশিতে আত্মহননের পথ বেছে নেন। মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয় থেকে এবছর চন্দন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ছায়ারানী অকৃতকার্য হয়।লাশ দুটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এঘটনায় বিরল থানায় ইউডি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিরল উপজেলার সাকোইর গ্রামের ফুলদিঘী বাঁশঝাড়ে আম গাছে একই রশিতে আত্মহত্যাকারী প্রেমিক রাকিব বাবু ও প্রেমিকা পূর্ণিমা রানী পালের লাশ উদ্ধার করা হয়।
৩ দিন পর দিনাজপুরের বিরল উপজেলায় আবারো একই রশিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে প্রেমিক-প্রেমিকা।দিনাজপুরের বিরল থানার ওসি আব্দুল মজিদ জানান, রোববার দুপুরে এলাকাবাসী দেয়া খবরের ভিত্তিতে বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউনিয়নের শীষগ্রামে এক কদম গাছে একই রশিতে ঝুলন্ত প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করা হয়েছে। একই উপজেলার শহরগ্রামের অতিন চন্দ্র রায়ের পুত্র চন্দন কুমার রায় (১৭) ও মাদারীগ্রামের নীল কান্ত দেবশর্মার কন্যা ছায়ারানী দেবশর্মা (১৬) পারিবারিকভাবে প্রেমের স্বীকৃতি না পাওয়ায় একই রশিতে আত্মহননের পথ বেছে নেন। মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয় থেকে এবছর চন্দন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ছায়ারানী অকৃতকার্য হয়।লাশ দুটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এঘটনায় বিরল থানায় ইউডি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিরল উপজেলার সাকোইর গ্রামের ফুলদিঘী বাঁশঝাড়ে আম গাছে একই রশিতে আত্মহত্যাকারী প্রেমিক রাকিব বাবু ও প্রেমিকা পূর্ণিমা রানী পালের লাশ উদ্ধার করা হয়।