শনিবার ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
https://www.obolokon24.com/2017/05/dinajpur_19.html
মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
শনিবার (২০মে) দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল- এর সাবেক ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ও ফুলবাড়ী থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ মা’র সাবেক উপ-সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
সাংবাদিক আনোয়ারুল ইসলাম বাবু’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাব চত্বরে এক স্মারণ সভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল ও জেলা পরিষদের অন্যতম সদস্য মো. কামরুজ্জামান শাহ কামরু উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। উক্ত স্মরণ সভায় উপস্থিত থাকার জন্য সকল সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন ফুলবাড়ী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ পারভেজ।
উল্লেখ্য, আনোয়ারুল ইসলাম বাবু মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২০১৫সালের ২০ মে দিবাগত রাত ৩টায় ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার কাঁটাবাড়িস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।