ডিমলায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ২৮ মে॥
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর বন্যা, নদী ভাঙ্গন ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (২৭ মে) বিকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলার টেপাখড়িবাড়ি ও খালিশা চাপানী ইউনিয়নের বন্যা, নদী ভাঙ্গন, কালবৈশাখী ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্থ ১২২টি পরিবারের প্রত্যেক পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার করে মোট তিন লক্ষ ৬৮হাজার টাকা প্রদান করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বারী, ডিমলা থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন শেখ, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন-সহকারী কর্মকর্তা- ফেরদৌস আলম প্রমুখ।

পুরোনো সংবাদ

নীলফামারী 2079392352355434225

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item