নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় পরিবার পরিকল্পনা বিভাগের দুই কর্মী নিহত
https://www.obolokon24.com/2017/05/blog-post_15.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৫ মে॥
সড়ক দুর্ঘটনায় নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিভাগের দুই কর্মী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের পুশ্চিম কুচিয়ার মোড় নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডিমলা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আইনুল হক (৪০) ও রামডাঙ্গা পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) আনোয়ারুল হক (৪৫)।
নীলফামারী সদর থানার ওসি বাবুল আখতারুু জানান, বিকেলে মোটর সাইকেল যোগে দিনাজপুর থেকে নিজ বাড়িতে ফেরার পথে ঘটনাস্থলে বালুবাহী ট্রাকের ধাক্কায় আহত হন তারা।
তাৎক্ষনিক ভাবে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যায় তারা।
পরিবার পরিকল্পনা বিভাগ নীলফামারীর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আফরোজা বেগম জানান, তারা দুইজনই দিনাজপুরে প্রশিক্ষণ নিচ্ছিলো। আইনুলের ছেলে অসুস্থ্য হওয়ায় বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
তিনি জানান, আইনুল হক ডিমলা সদরের কুটিপাড়া এবং আনোয়ারুল হক নওগা জেলার বাসিন্দা ছিলেন।