হরিপুর উপজেলার মানিক মাষ্টার আর নেই
https://www.obolokon24.com/2017/04/thakurgaon_57.html
সফিকুল ইসলাম শিল্পী,রানীশংকৈল প্রতিনিধি:
হরিপুর উপজেলার বৈশাখী ঝঁড়ে সোলার প্যানেল ভেক্সেগ মাথায় পড়লে কান্ধাল গ্রামের খুরশেদ আলম মানিক (৪২) মৃত্যুবরন করে এবং ১৬ এপ্রিল ১১ টায় শীতলপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফণ করা হয়েছে। তিনি শীতলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। তিনি ঐ গ্রামের আদের বকস সরকারের ছেলে। জানা যায় - মানিক মাষ্টার মটরসাইকেলে তার স্ত্রীসহ র্বোডার সীমানায় দু’দেশের মিলন মেলা দেখে বাড়ি ফেরার পথেগতকাল দুপুরে ঝঁড়ের কবলে পড়ে সোলার প্যানেল ভেক্সেগ মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরন করে।