হরিপুরে আন্তর্জাতিক বই দিবস-২০১৭ পালন
https://www.obolokon24.com/2017/04/thakurgaon_17.html
জে. ইতি হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
হরিপুরে আন্তর্জাতিক বই দিবস-২০১৭ উপলক্ষ্যে যাদুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং সেকায়েপের সহযোগিতায় র্যালী, আলোচনা সভা শেষে ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় বিদ্যালয় চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে বিদ্যালয়ের হলরুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ছাত্রীদের মাঝে পুরুস্কার হিসেবে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর বই বিতরণ করা হয়।
এবার উপজেলার ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অন্তর্ভুক্ত ছাত্র/ছাত্রীদের মাঝে পুরুস্কার হিসেবে বই বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান শিক্ষক শাহ সুলতান অন্যান্যদের মধ্যে সেকায়েপের উপজেলার প্রোগ্রাম অফিসার ইজাজুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ রফিক, বাবুল আকতার, জাহানারা ইয়াসমিন, সাহাদাত হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্রীগণ উপস্থিত ছিলেন।