তেঁতুলিয়ায় গলাকাটা লাশ উদ্ধার
https://www.obolokon24.com/2017/04/tetulia_26.html
মুহম্মদ তরিকুল ইসলাম,তেঁতুলিয়া প্রতিনিধিঃ
তেঁতুলিয়া উপজেলাধীন তেঁতুলিয়া চাঁন্দামারি গ্রাম থেকে পুলিশ ২৬ এপ্রিল বুধবার সকাল ৯ টায় তহিদুল ইসলাম (৪০) নামীয় ১ ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, চান্দামারি গ্রামের লোকজন সকালে গরু বাধতে মাঠে গেলে তহিদুলের মরদেহ পড়ে থাকতে দেখে তেঁতুলিয়া মডেল থানায় পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি সনাক্ত করে জানতে পাওে লাশটি চান্দামারি গ্রামের মরহুম হাজী মহিম উদ্দীন এর কনিষ্ঠ পুত্র তহিদুল ইসলামের।মৃতের লাশ পুলিশ ময়না তদন্তের জন্যে পঞ্চগড় মর্গে প্রেরণ করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনার রহস্য উৎঘাটনে তদন্ত শুরু করেছে।
তেঁতুলিয়া উপজেলাধীন তেঁতুলিয়া চাঁন্দামারি গ্রাম থেকে পুলিশ ২৬ এপ্রিল বুধবার সকাল ৯ টায় তহিদুল ইসলাম (৪০) নামীয় ১ ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, চান্দামারি গ্রামের লোকজন সকালে গরু বাধতে মাঠে গেলে তহিদুলের মরদেহ পড়ে থাকতে দেখে তেঁতুলিয়া মডেল থানায় পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি সনাক্ত করে জানতে পাওে লাশটি চান্দামারি গ্রামের মরহুম হাজী মহিম উদ্দীন এর কনিষ্ঠ পুত্র তহিদুল ইসলামের।মৃতের লাশ পুলিশ ময়না তদন্তের জন্যে পঞ্চগড় মর্গে প্রেরণ করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনার রহস্য উৎঘাটনে তদন্ত শুরু করেছে।