তেঁতুলিয়া বুড়াবুড়ি বাজার হতে গাঁজাসহ পুলিশ একব্যক্তিকে আটক করেছে।

মুহম্মদ তরিকুল ইসলাম,তেঁতুলিয়া প্রতিনিধিঃ
পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা বুড়াবুড়ি বাজারে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ দেলোয়ার নামে একব্যক্তিকে আটক করেছে। গত ১৭ই এপ্রিল রাত অনুমান ৮টার দিকে ভজনপুর হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুড়াবুড়ি বাজারে সন্দেহ ভাজন মিনিবাস তল্লাশী চালিয়ে সিটে বসা দেলোয়ারের নিকট থেকে কয়েকটি গাঁজার পুইড়া হাতে নাতে আটক করেছে।
কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এনামুল হক প্রধান জানান, আটককৃত মোঃ দেলোয়ার হোসেন (১৮) কে কামাল হোসেনের গোপন কক্ষে নিয়ে যায়। এরপর কালান্দিগছ দলুয়া গ্রামের আটককৃত দেলোয়ার হোসেন-এর বাড়ির লোকের সাথে দফারফা শেষ করে ছেড়ে দেয়। অন্যদিকে বুড়াবুড়ি বাজার-এর প্রত্যক্ষ দর্শীরা জানান, পুলিশ কর্মকর্তা ও দোকানদার কামাল গোপন আতাতের ভিত্তিতে দেলোয়ারের পিতা মোকবুল হোসেনকে ডেকে এনে টু পাইস নিয়ে রাতের অন্ধকারে ছেড়ে দেয়।
এলাকাবাসীর মতে, কিছু সংখ্যক অসৎ পুলিশের মদদে মাদক দ্রব্য, গাঁজা, ফেসসিডিল, হেরোইন বিভিন্ন এলাকায় সিন্ডিকেট করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে যুব সমাজ কুলষিত হচ্ছে। ঘটনাটি এলাকাবাসী প্রতিরোধে উর্ধŸতন মহলের হস্তক্ষেপ দাবি তুলেছে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3335728542110568826

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item