ভুটান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ডেস্কঃ
৩ দিনের অটিজমবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে ভুটান থেকে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তাকে বহনকারী ড্রুক এয়ারের কেবি ৩০২ ভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। এর আগে সকাল পৌনে ৮টার দিকে তিনি ও তার সফরসঙ্গীদের নিয়ে ফ্লাইটটি ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

গত মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা হন।

ভুটান সফরকালে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, রানী জেটসান পেমা ওয়াংচুক ও প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সেখানে অনুষ্ঠিত আর্ন্তজাতিক অটিজম সম্মেলনে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে ছিলেন অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।

পুরোনো সংবাদ

প্রধান খবর 7646921845460055494

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item