ভারত সফরের পুরোটাই তৃপ্তির: প্রধানমন্ত্রী

ডেস্কঃ
ভারত সফর সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সফরের পুরোটাই তৃপ্তির। আজ মঙ্গলবার রাজধানীর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সফরটা সম্পূর্ণই তৃপ্তির। ভারতের তুলনায় ভৌগলিক সীমারেখায় আমরা ছোট, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মানের দিক থেকে আমরা সমান, ভারত সেই মর্যাদা দিয়েছে। এ সম্মান বাংলাদেশের জনগণের।’শেখ হাসিনা আরও বলেন, ‘আমি দৃঢ়চেতা হয়ে সব কাজে সিদ্ধান্ত নিই। এ সফরে হতাশ হওয়ার মতো কিছু ঘটেনি। এ দেশের মানুষের ভাগ্য উন্নত করতে ভারতের সঙ্গে আঞ্চলিক দ্বিপাক্ষিক সহযোগিতা গড়ে তুলতে চেয়েছি।’এর আগে বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘বন্ধুপ্রতীম ভারতের সঙ্গে সম্পর্ক বিশেষ তাৎপর্যময়।’ এছাড়া ভারতে বিভিন্ন বৈঠক ও দ্বিপাক্ষিক আলোচনার বিষয়াদি উল্লেখ করে লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে তিনি জানান, এ সফরে ভারতের সঙ্গে ৩৫টি দলিল, ২৪টি সমঝোতা স্মারক ও ১১টি চুক্তি সম্পাদিত হয়েছে।

উল্লেখ্য, ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেন। আর ৮ এপ্রিল দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ দ্বিপাক্ষিক বৈঠকে মোট ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

পুরোনো সংবাদ

প্রধান খবর 2257232170640283316

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item