সৈয়দপুরে নকল কয়েলের কারখানা॥ ৫০ হাজার টাকা জরিমানা
https://www.obolokon24.com/2017/04/saidpur_25.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৫ এপ্রিল॥
জেলার সৈয়দপুরে নকল মশা মারার কয়েল কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত সিলগালা করে দিয়েছে। সেই সঙ্গে ওই নকল কয়েল কারখানার মালিক নাসিম আলীর (৪০) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।গতকাল সোমবার (২৪ এপ্রিল) রাতে গোপন সংবাদে উপজেলা শহরের পাটোয়ারীপাড়ার বাসায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সে সময় উক্ত নকল কয়েল কারখানা সিলগালা ও জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে নকল কারখানার মালিকের নিকট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
এলাকাবাসী জানায় উক্ত নাসিম আলী তার পাটোয়ারীপাড়ার বাসায় বিভিন্ন বড় বড় কয়েল কোম্পানীর কয়েলের আদলে নকল কয়েল তৈরী করে মোড়কজাত করে বাজারে বিক্রি করে আসছিল।