পীরগাছায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল কালোবাজারে বিক্রির সময় চাল ও কার্ড উদ্ধার

ফজলুর রহমান,পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাউল কালোবাজারে বিক্রির সময় নয় বস্তা চাউল ও ১৪ টি কার্ড উদ্ধারের ঘটনায় গত ৩ দিনেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বিষয়টি ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হক লেবু কান্দি ইউনিয়নে তদন্তে এসে কালোবাজারে চাউল বিক্রির সময় ৯ বস্তা চাউল উদ্ধার করে। এসময় এক ব্যবসায়ীর কাছে থাকা ১৪ টি কার্ডও উদ্ধার করা হয়। স্থানীয় ডিলাররা কার্ডধারীদের চাউল ওজনে কম দিয়ে অতিরিক্ত চাউল কালোবাজারে বিক্রি করে আসছিল। এদিকে চাউল ও কার্ড উদ্ধারের পরও কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহণ না করায় সুবিধাভোগীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। এদিকে একটি মহল ডিলারদের যোগসাজোসে শত শত ভূয়া নাম ব্যবহার করে চাউল উত্তোলন করে কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। ফলে প্রকৃত সুবিধা ভোগীরা এ কর্মসূচীর শুরু থেকে বঞ্চিত হয়ে আসছেন।
উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হক লেবু জানান, স্থানীয় এক ব্যবসায়ীর নিকট থেকে ৯ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচীর চাউল ও ১৪ টি কার্ড উদ্ধার করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

পুরোনো সংবাদ

রংপুর 8914940029072237235

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item