রংপুরে আম্পেআর্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন প্রাইজমানি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।
https://www.obolokon24.com/2017/04/rangpur_48.html
হাজী মারুফঃ
রংপুরে বাংলাদেশ ক্রিকেট আম্পেআর্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার আয়োজনে ও রংপুর জেলা ক্রিড়া সংস্থার সহযোগীতায় প্রাইজমানি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে প্রাইজমানি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলার উদ্বোধন করেন রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম। উদ্বোধনী আনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট আম্পেআর্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাবলু, রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শুভরঞ্জন দেব বাবলু, আব্দুল মজিদ হিরু, বাংলাদেশ ক্রিকেট আম্পেআর্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সাধারন সম্পাদক নাসিম উদ্দিন। খেলায় মোট ৫টি জেলার রংপুর, ঠাকুরগাও, নিলফামারী, পীরগঞ্জ, লালমনিহহাট এর খেলোয়ার টিম অংশ গ্রহণ করছেন।