বেরোবি প্রক্টরের অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা : তদন্ত কমিটি গঠন

এস.কে.মামুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দীপু চন্দ্র রায়কে অবৈধভাবে পুলিশ ফাঁড়িতে দীর্ঘক্ষণ আটকে রাখা ও ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে প্রক্টরের অপসারণ ও বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রায় সাড়ে ১১টা পর্যন্ত প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান অবস্থান কর্মসূচি চালিয়ে যায় বিভাগটির শিক্ষার্থীরা। এ সময় সকল ধরনের প্রশাসনিক কাজ সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে। বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিক আশরাফ ঘটনা স্থলে আসেন।পরে তিনি জানান, এব্যাপারে একটি তদন্ত কমিটি’গঠন করা হয়েছে ।পরে শিক্ষার্থীরা তালা খুলে দেন।ফলে প্রশাসনিক কর্মকান্ড স্বাভাবিক হয়। এ ঘটনায় গতকাল বুধবার বিকালে বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হককে আহ্বায়ক ও শফিক আশরাফকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিশ^বিদ্যালয়ের নবনির্বাচিত ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, “উক্ত ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের বিশৃংখলা বা ভাংচুর না করে সেটি তাদেরকে বলেছি। সাথে সাথে ঘটনাটির সুষ্ঠু তদন্তও দাবি করেন নবদিগন্তে উ”্চাসিত হওয়া ছাত্রলীগের নবনির্বাচিত এ নেতা।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1587260483819984474

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item