পীরগাছায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
https://www.obolokon24.com/2017/04/rangpur_27.html
ফজলুর রহমান,পীরগাছা (রংপুর)প্রতিনিধি॥
রংপুরের পীরগাছায় শনিবার দুপুরে ফাঁসির দন্ডপ্রাপ্ত জুয়েল মিয়া(৩৫) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২০০৯ সালে উপজেলার দালানগঞ্জ নামক স্থানে মোটর সাইলেক ছিনতাইয়ের সময় ষ্টুডিও ব্যবসায়ী চুন্নু মিয়াকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা। পরে মোটরসাইলেকটি উদ্ধার হলে ৬ জনের নামে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এবছরের ফেব্রুয়ারী মাসে জুয়েল মিয়াসহ ৩ জনের ফাঁসী ও ২ জনের যাবতজীবন কারাদন্ড দেয় রংপুরের বিচারীক আদালত। রায়ের পর থেকে জুয়েলসহ অন্য আসামীরা পালাতক ছিলেন। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার এস আই জুয়েল এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চৌধুরানী বাজার থেকে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী জুয়েলকে আটক করে।
ফাঁসির দন্ডপ্রাপ্ত জুয়েল মিয়ার বাড়ি উপজেলার কৈকুুড়ী ইউনিয়নের রামচন্দ্রপাড়া গ্রামের মৃত্যু হান্নান মিয়ার ছেলে বলে জানা যায়।
নিহত চুন্নু মিয়া পীরগাছা উপজেলার বাজারস্থ দিনা ষ্টুডিও’র মালিক ছিলেন।
পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, জুয়েল মিয়া চুন্নু হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।