সময়ের তোয়াক্কা না করে ধীরগতিতে চলছে দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর কাজ
https://www.obolokon24.com/2017/04/rangpur_26.html
সফিয়ার রহমান কাজল, গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
তিস্তা নদীর
ওপর নির্মাণাধীন তিস্তা সড়ক সেতুর সময় আবারো ৪ মাস বৃদ্ধি করা হয়েছে। এ
নিয়ে তৃতীয় দফায় সময় বাড়ানো হল। যা শেষ হবে চলতি এপ্রিল মাসের ৩০ তারিখে
কিন্তু অতি দুঃখের বিষয় এ পর্যন্ত সেতুর ৮৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে
জানিয়েছে সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান নাভানা কন্সট্রাকশন কর্তৃপক্ষ ও
প্রজেক্ট অফিসার কবীর বিশ্বাস। সরেজমিনে গিয়ে দেখা যায় গার্ডারের পাইপ
উত্তোলন ও সেতুর উপরের অংশে কাজ করছেন গুটি কয়েকজন। তাদের একজনকে প্রশ্ন
করলে এ বছর পুরো সময় লাগবে বলে জানান। জানা যায়, ২০১০ সালের ২২ এপ্রিল
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী বৈঠকে (একনেক) তিস্তা দ্বিতীয় সড়ক সেতুর
নির্মাণে স্থানীয় সরকার বিভাগের অধীনে বৃহত্তর রংপুর দিনাজপুর গ্রামীণ
যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১২১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের গঙ্গাচড়ার
মহিপুর ও লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা রুটে দ্বিতীয় তিস্তা
সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন।
২ বছর ৪ মাস মেয়াদে সেতুর নির্মাণ কাজ
শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন। কিন্তু যথাসময়ে কাজ শেষ
না হওয়ায় দ্বিতীয় দফায় সময় বাড়ানো হয় এক বছর। যা ছিল গত বছরের ৩১ ডিসেম্বর
পর্যন্ত। উল্লেখ্য ৮৫০ মিটার দৈর্ঘ্যের ও সাড়ে ৯ মিটার প্রস্থ বিশিষ্ঠ
সেতুটি নির্মাণ হলে লালমনিরহাটের কালিগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম ও
আদিতমারী উপজেলার কয়েক লাখ মানুষের অল্প সময়ে রংপুর তথা দেশের যে কোন জেলায়
যাতায়াতসহ কৃষি ও ব্যবসা-বানিজ্যের ব্যাপক উন্নয়ন হবে।