রংপুরে প্রকল্প পরিচিতি,মতবিনিময় পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা, সাসটেইনেবল আরবান ওয়াশ প্রোগাম অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2017/04/rangpur_25.html
এস.কে.মামুন
সোমবার রংপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ইউকেএইড এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওসাপ এর কারিগরী সহায়তায় সাসটেইনেবল আরবান ওয়াশ প্রোগাম এর প্রকল্প পরিচিতি, কার্যক্রম ও অগ্রগতি নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় । রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু (প্রতিমন্ত্রী )। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইএসডিও র্নিবাহী পরিচলিক ড: মুহম্মদ শহীদ-উজ-জামান, ওসাপ বাংলাদেশের স্যানিটেশর লিড হাবিবুর রহমান, রংপুরের সিভিল সার্জন জাকিরুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশন তত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, ওসাপ বাংলাদেশ প্রকল্প ব্যাবস্থাপক নবীনুর রহমান প্রমুখ । অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরগণ ,উর্দ্ধতন কর্মকর্তাগণ, সরকারী,বেসরকারী ও উন্নয়ন সহযোগী সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এই কর্মসুচীর মাধ্যমে রংপুর শহরে উন্নত স্যানিটেশন, স্বা¯্য’্য অভ্যাস, শহরের পয়:বর্জন ব্যাবস্থাপনা উন্নয়নে নিবিড় কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয় । অনুষ্ঠানে বক্তারা রংপুর শহরের বাস্তবতার নিরিখে উন্নত স্যানিটেশন টেকনোলজি প্রদর্শন ও এর সঠিক ব্যাবস্থাপনায় সিটি কর্পোরেশন, সুশীল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, যুব,কিশোর-কিশোরী সংগঠনের দক্ষতা উন্নয়ন সহ সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি ও আচরন পরিবর্তনের উপর অধিকতর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন ; ’’রংপুর সিটিতে উন্নত স্যানিটেশন, স্বাস্থ্য অভ্যাস ও পয়:বর্জন ব্যাবস্থা উন্নয়নে উসাপ বাংলাদেশ ইএস ডিও এর মাধ্যমে যে কর্মসূচী গ্রহন করতে যাচ্ছে তা রংপুর সিটি কর্পোরেশনের জন্য খুবই গুরুত্বপূর্ন। এই কর্মসূচী বাস্তবায়নে যত ধরনের বাধা আসুক না কেন তা মোকাবেলা করে আমরা এর সফল বাস্তবায়ন করতে বদ্ধ পরিকর । তিনি আরো বলেন, বাংলাদেশ এক‘শ ভাগ স্যানিটেশনের আওতায় আসুক এবং সিটি কর্পোরেশনের মধ্যে রংপুর প্রথম হউক তিনি এই আশাবাদ ব্যাক্ত করেন।