পীরগাছায় সরকারি সম্পত্তি দখলে উভয় গ্র“পের সংঘর্ষে আহত ২

ফজলুর রহমান,পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

গত শুক্রবার(২১ এপ্রিল) রংপুরের পীরগাছায় সরকারি সম্পত্তি নিজ নিজ দখলে নিতে উভয় গ্র“পের সংঘর্ষে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত দুজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার ছাওলা ইউনিয়নের জ্ঞানগঞ্জ পুরাতন চাকলার বাজার তৎকালীন সময়ে তিস্তা নদীগর্ভে বিলীন হয়ে যায়। দীর্ঘদিন পতিত অবস্থায় পড়ে থাকে এবং এক পর্যায়ে পুরাতন চাকলার বাজারস্থ ৫২শতাংশ সরকারি জায়গাটি ডোবায় পরিণত হয়। স্থানীয় আমজাদ আলীসহ বেশ কয়েকজন আনুমানিক দুই বছর পূর্বে সরকারি জায়গায় মাটি ভরাট করে চারটি দোকান নির্মান করে নিজ নিজ ব্যবসা করেন। হোমিও ঔষধ ব্যবসায়ী হাফেজ আবু সাইদ, কাপড় ব্যবসায়ী তোফাজ্জল হোসেন ও ইকেট্রিক ব্যবসায়ী মনজু মিয়া দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছেন। কিছুদিন থেকে স্থানীয় একটি চক্র ব্যবসায়িদের দোকান ঘর সরিয়ে নেওয়ার জন্য তাগাদা দিয়ে আসছিল। যদি দ্রুত দোকান ঘর না সরোনো হয় তাহলে যেকোন সময় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে ভষ্মিভূত করার হূমকি দিয়ে আসছেন বলে ভূক্তভোগি সুত্রে জানা যায়। এদিকে গত শুক্রবার স্থানীয় আসমার উদ্দিনের ছেলে আমিনুল ইসলামসহ ১০/১২ জন সন্ধা ৭ ঘটিকায় লাঠিসোঠা নিয়ে দোকান ঘর উচ্ছেদের জন্য সন্ত্রাসী কায়দায় তাদের দোকান ঘরে হামলা করেন। এসময় উভয় পক্ষের সংঘর্ষে ব্যবসায়ী তোফাজ্জল (৪৫) ও মোফাজ্জলের ছেলে আমিনুল (২৫) গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় দুইজনকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে ওই এলাকায় উভয় পক্ষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা করছে এলাকাবাসী।
এব্যাপারে পীরগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা যায়।

পুরোনো সংবাদ

রংপুর 5374109833530468996

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item