দেবীগঞ্জে কৃষকদের সাথে মতবিনিময় করেন পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ রানা-

দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের চৌধুরী হাটে শনিবার বিকালে টেপ্রীগঞ্জ ইউনিয়নের কৃষকদের সাথে চলতি রবি মৌসুমের বোর ধানের পোকা মাকর ও রোগ-বালাই (ব্লাষ্ট) শীর্ষক মতবিনিময় করেন জেলা প্রশাসক।
প্রধান অতিথি বলেন, চলতি ইরি-বোরো মওসুমে পঞ্চগড় জেলার মাঠ পর্যায়ে এবার বোরো ধানক্ষেতে ব্যাপকহারে ব্লাষ্ট রোগ দেখা দিয়েছে।ধানের শীষ বের হওয়ার ৪/৫ দিনের মধ্যে ব্লাষ্ট রোগের আক্রমনে শীষ শুকিয়ে গিয়ে ধানগাছ লালচে বর্ণ ধারন করে।যেসব ধানক্ষেতে অল্প পরিমান ব্লাষ্ট রোগের লক্ষণ দেখাযায় সেবস ক্ষেতে কৃষি কর্মকর্তার পরামর্শে ব্যবস্থা নিতে হবে।
টেপ্রীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও  উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল ।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় উপ-পরিচালকের কার্যালয়ের  অতিরিক্ত পরিচালক (শস্য) সামসুদ্দিন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম,উপজেলা ভাইসচেয়ারম্যান পরিমল দে সরকার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাচুদুর রহমান প্রমুখ।
এসময় এলাকার কৃষকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8410098460800784175

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item