নিরপেক্ষ ও নির্বাচন কালীন সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হতে পারে না - ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার
https://www.obolokon24.com/2017/04/panchagar_42.html
মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়ায় প্রতিনিধিঃ
তেঁতুলিয়ায় বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্পিকার ব্যারিষ্টার মুহম্মদ জমিরউদ্দিন সরকার বলেছেন, ভোটার বিহীন এ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। তাই নির্বাচন কালীন নিরপেক্ষ সরকারের রুপরেখা তৈরি করে আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহন নিশ্চিত ও বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যামামলা প্রত্যাহার করে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, মুখে গনতন্ত্রের কথা বলে দেশে অস্থির পরিস্থিতির মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। এ সরকার সাধারণ মানুষ, সাংবাদিক ও পেশাজীবদের নিারাপত্তা দিয়ে বারবার ব্যার্থতার পরিচয় দিয়ে বিরোদীদলীয় মেয়রদের অন্যায়ভাবে বহিস্কার করে আসছে। তারা আদালতের রায়কে তোয়াক্কা না করে দলীয় সিটি মেয়রদের যোগদানে বাধা দিচ্ছে। তাই আগামী নির্বাচনী সুষ্ঠ করার স্বার্থে সরকারকে অবিলম্বে নিরপেক্ষ ও নির্বাচনকালীন সরকার গঠনের আহ্বান জানান। শনিবার সকালে তেঁতুলিয়া উপজেলা বিএনপির উদ্দ্যোগে চৌরাস্তায় দলীয় কার্যালয়ে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার মুহম্মদ জমিরউদ্দিন সরকার এ কথা বলেছেন। উপজেলা বিএনপি সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মো:রেজাউল করিম শাহিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধার মো: আবুল কালাম আজাদ, মো: শাহাদত হোসেন রনজু, সাংগঠনিক সম্পাদক মো: আবু সাঈদ মিয়া, যুবদল সভাপতি খন্দকার আবু নুমান এনাম, মৎস্য জীবি দলের সভাপতি তাজউদ্দিন আহমেদ, উলামাদলের সভাপতি মো: সোহরাব আলী, ছাত্রদল সভাপতি আবু সালেহ ইমরান প্রমূখ। পরে প্রধান অতিথি ব্যারিষ্টার মুহম্মদ জমিরউদ্দীন সরকার নেতা কর্মীদেরসহ বিকালে তেঁতুলিয়া উপজেলার শালবাহান হাটে এক পথ সভায় প্রধান অতিথির যোগদান করেন।