পঞ্চগড়ে এখন আর আগের মত হয় না বাংলা নববর্ষে হালখাতা

মোঃ তোতা মিয়া,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বাংলা নববর্ষে এখন আর  হালখাতা হয় না আগের মত। নববর্ষে প্রথমের দিনটিতে ব্যবসায়ীরা পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতা খলেনা। গ্রাহকরা এই দিনটিতে তাদের কাছে খাতা বকেয়া পাওনা পরিষদ করেন। ব্যবসায়ীরাও সাধ্যমত গ্রাহকদের মিষ্টি পান্ডা খাইয়ে আপ্যায়ন করেন। এটি বাংলার চিরন্তর ঐতিহ্যের একটি অনবদ্য অংশ। এটি বাংলা চিরন্তর ঐতিয্যের আজ তা হারিয়ে যেতে বসেছে। কিছু কিছু ব্যবসায়ীরা এখন এই ঐতিহ্য ধরে রেখেছেন। পঞ্চগড় সহ উপজেলা গুলোতে পহেলা বৈশাখে আর হালখাতা হয় না বললেই চলে। কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন এই সময়টাতে মানুষের হাতে টাকা পয়সা থাকেনা। বিশেষ করে কৃষকরা ধান সহ বিভিন্ন ফসল চাষ করেন আর তা উঠতে এখনো মাস খানিক বাকি। গ্রামের কৃষকরা মূলত বাকিতে পণ্য কেনেন। আর গ্রামের ব্যবসায়ীরা শহরের বড় মহাজনের কাছে বাকিতে মালামাল করে থাকেন। কৃষকদের হাতে টাকা না হলে হালখাতা করে কোন লাভ নেই। তাই বাংলা নববর্ষে হালখাতা জমে উঠেনা। পঞ্চগড়ের উপজেলাগুলোতে হালখাতা শুরু হয় ইংরেজি নববর্ষের প্রথম মাসে। সে সময় কৃষকরা আমন ধান কাটেন এবং বাজারে ভালো দাম পান তাই কৃষকরা সে সময় তাদের হালখাতা খেতে পারেন। তাই ব্যবসায়ীরা জানুয়ারী মাসকেই হালখাতার মাস হিসেবে বেছে নিয়েছেন। তবে ঐতিয্যের অংশ হিসেবে এখনো জুয়েলারী ব্যবসায়ীরা বাংলা নববর্ষের প্রথম দিনটিতে হালখাতা পালন করে থাকেন। তাছাড়া আর কোথাও নববর্ষের হালখাতা করতে দেখা যায়না। হারিয়ে যাচ্ছে পুরনো ঐতিহ্য।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2758871021912017468

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item