পঞ্চগড় থেকে ঢাকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
https://www.obolokon24.com/2017/04/panchagar_21.html
নিজস্ব প্রতিনিধি
পঞ্চগড় থেকে ঢাকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে পঞ্চগড় জেলার সকল শ্রেনী পেশার মানুষ । আজ সকালে পঞ্চগড় শেরে বাংলা পার্কে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে রেল যোগাযোগ উন্নয়ন পরিষদ পঞ্চগড় -ঠাকুরগাও নামের একটি সংগঠন ।
উত্তর এই জনপদের প্রায় ৩০ লাখ মানুষের জীবন মান উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ভিত্তিতে ২০১৩ সালেই পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ১৫০ কিলোমিটার রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে রুপান্তর করা হলেও এখন পর্যন্ত পঞ্চগড়-ঠাকুরগাও থেকে আন্তঃনগর চালু করা হয়নি।
অর্থনীতির মাইলফলক হিসেবে পরিচিত পঞ্চগড় জেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থা সহ আর্থসামাজিক উন্নয়নে এই জেলার সকল শ্রেনী পেশার মানুষ অবিলম্বে পঞ্চগড় থেকে ঢাকা মুখি সকল আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে ।