দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি পরিবার সর্বশান্ত
https://www.obolokon24.com/2017/04/panchagar_15.html
মোঃ মোজাহারুল আলম জিন্নাহ রানা-
দেবীগঞ্জ উপজেলার ৭টি পরিবারের ১১টি ঘর আগুনে পুরে ছাই হয়ে গেছ। এতে ক্ষতিগ্রস্থ হয়ছে প্রায় ২০ লক্ষ টাকার মত। বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার ট্রেপ্রিগঞ্জ ইউনিয়নের বটতলিতে এই ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে থেকে জানাযায় বিদূৎতের সর্ট সার্কিটের কারনে আইনুদ্দিনের ঘর থেকে সুত্রপাত হয় এবং বাতাসে গতি থাকায় ধীরেধীরে আগুন চারপাশ ছরিয়েপরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে না পারলে পরে ফায়ারসার্ভিসকে খবর দেয়।
ডোমার উপজেলার ফায়ারসার্ভিস আসার আগেই ১১টি ঘর ও ২টি গরু এবং ৬টি ছাগল,অটো গাড়ীসহ পুড়ে ছাই হয়ে যায়। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই ৭টি পরিবারের।
বিকালে ঘটনা স্থল পরিদর্শন করার কথা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলামের।