পঞ্চগড়ে ড্রিল ড্রেজার মেশিন বন্ধের দাবীতে পঞ্চগড় নাগরিক পরিষদ কমিটির মানব বন্ধন

মোঃ তোতা মিয়া.পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে ড্রিল ড্রেজার মেশিন বন্ধের দাবীতে পঞ্চগড় জেলা নাগরিক কল্যাণ পরিষদ কমিটির মানব বন্ধন। পঞ্চগড়ের জগদল থেকে শুরু করে তেঁতুলিয়ার সিমান্ত এলাকা পর্যন্ত ড্রিল ড্রেজার মেশিন দিয়ে এলাকার ক্ষমতাশীন দলের নাম ভাঙ্গিয়ে প্রভাব শালীরা প্রশাসনকে ম্যানেজ করে অবাধে পাথর উত্তলন করেই যাচ্ছে। এ যাবত গণমাধ্যম কর্মীরা একাধিক বার বিভিন্ন খবরের কাগজে খবর ফলোআপ করেও এবিষয়ের কর্তৃপক্ষদের বিন্দু মাত্র কানে পানি ঢুকাতে পাওে নাই। সুশাসন ও দূর্নীতি দমনে সরকারের সদিচ্ছা থাকলেও প্রশাসনের ঘুষ, দূর্নীতির কারনে তেঁতুলিয়া উপজেলা সহ অনেক এলাকায় ড্রিল ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন ঠেকাতে পারছেনা কেউ। ভজনপুর তেঁতুলিয়া ঘুরে দেখা গেছে রাতের আঁধারে এলাকার কিছু অসাধু মানুষ দলের নাম ভাঙ্গিয়ে প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন নদ-নদীর চলন্ত প্রবাহকে বন্ধ করে অবাদে পাথর উত্তোলন করেই যাচ্ছে। শুধু নদ-নদী নয় সুন্দর ফসলী জমির বুক চিরে ড্রেজার মেশিন বসিয়ে পাথর উত্তোলন করছে। তেঁতুলিয়া প্রেমিক কিছু ভালো মানুষ গণমাধ্যম কর্মীদের জানান এবং তাদের ভিডিও ক্যামেরায় স্বাক্ষাত কার দিয়ে বলেন যে, বর্তমান তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ সুরেশ চন্দ্র ড্রিল ড্রেজার মেশিনের মালিকদের কাছে প্রতি ড্রেজার মেশিন বাবদ প্রতি রাতে ৬ হাজার টাকা নিয়ে এই অবৈধ ড্রিল ড্রেজার মেশিন চালানোর অনুমতি দেন। তেঁতুলিয়া ভজনপুর সহ ড্রেজার মেশিন প্রায় ১০০/১৫০ মেশিন রয়েছে। তাতে করে দেখা যায় ৬/৯ লক্ষ টাকা প্রতি রাতে অবৈধ ভাবে হাতিয়ে নেয়। এভাবেই ধংস করছে সুন্দর তেঁতুলিয়া উপজেলা। তাছারাও গণমাধ্যমের ফলোআপ নিউজ করতে থাকলে প্রশাসনের লোকেরা মাঝে মধ্যে মেয়েকে মেরে মাকে শাসন করতে দেখা যায়। যারা রই কাতলা তাদেরকে আড়ালে রেখে সাধারণ পাথর শ্রমিকদের ধরে জেল জরিমানা করে থাকেন। গত ১৮/০৪/২০১৭ ইং তারিখে ভজনপুরের গণমাধ্যম কর্মী ড্রিল ড্রেজার বিষয়ে অফিসার ইনচার্জ সুরেশ চন্দ্রকে এ বিষয়ে অবগত করলে তাকে অন্যয় ভাবে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠান। তার পর পঞ্চগড় জেলার সর্বস্থরের মানুষ ও নেতা  কর্মীরা বিষয়টি নিয়ে পঞ্চগড় জেলা নাগরিক কল্যাণ পরিষদ কমিটি কে অবগত করা গেলে তাদের ডাকে পঞ্চগড় জেলার প্রান কেদ্রীয়্র শহীদ মিনার চত্বরে এক বিশাল মানব বন্ধনের আয়োজন করা হয়। মানব বন্ধনে বক্তরা বক্তৃতা দেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমানুল্লাহ বাচ্চু, চেম্বার অফ কর্মাসে মোঃ শাহেনশা, এডভোকেট মোঃ কাজল, সাবেক জেলা পরিষদ চেয়াম্যান মোঃ আবুবক্কর সিদ্দিক, পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাকদক মোঃ শাহাজালাল সহ সর্বস্থরের নেতা কর্মীরা যে যার মত বক্তব্য রাখেন এবং মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8172792248898898815

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item