মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর গণস্বাক্ষর; জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা।
https://www.obolokon24.com/2017/04/panchagar63.html
সাইদুজ্জামান রেজা পঞ্চগড়।
পঞ্চগড় সদর উপজেলার ১৫০নং মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর আলীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন বিদ্যালয় ছাত্র-ছাত্রী অভিভাবকগণ গণস্বাক্ষর দিয়ে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানা যায় মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় হতে বাড়ী নিকটে হওয়ায় প্রায় সময় বিদ্যালয় দেরীতে আসেন ছুটির সময়ের আগেই বিদ্যালয় ত্যাগ করেন। বিদ্যালয় আসার পর ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়া ঘুমাইয়া পড়েন। অনেক সময় বিদ্যালয়ের পাশের বাড়ীতে গিয়ে নেশা সেবন করে ঘুমাইয়া পড়ে ছাত্র-ছাত্রী অভিভাবকগণ তাদের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক প্রতিকার চেয়ে জেলা প্রশাসক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত ভাবে অভিযোগ করেন প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করার ফলে এলাকায় শিক্ষানুরাগী অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে ভবিষ্যৎ অন্ধকার দেখছেন। নষ্ট হচ্ছে শিক্ষা পরিবেশ, নেশার বিস্তার ঘটছে এলাকায়। তাই জরুরী ভিত্তিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।/