ডোমারে ডায়রিয়ায় মৃত্যু ১ ,হাসপাতালে ভর্তি ১২
https://www.obolokon24.com/2017/04/nilphamari_79.html
আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর ডোমারে ডায়রিয়ায় মারা গেছে এক যুবক । ছয় পরিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।মৃত্যুর ঘটনাটি ঘটেছে গত মংগলবার রাতে ।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারী ও সংশ্লিষ্ট এলাকায় কর্মরত সচিন মোহন্ত জানান, গত সোমবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জামিরবাড়ী গ্রামের চাকধাপাড়ার মকবুল হোসেনের (৭৫) পরিবারের সদস্যরা নিজ দিঘীর মাছ দিয়ে খাবার খায় ।এতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে পরিবারের সদস্যরা ।অবস্থার অবনতি হলে মকবুল হোসেনের পুত্র ইউসুফ আলী (২০) কে গত মংগলবার বিকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয় । ইউসুফ আলী (২০) রাত সাড়ে ৯ টায় মারা যায় ।
এ ছাড়া মকবুল হোসেন ও পাশ্ববর্তী ছয়টি পরিবারের ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত জন ও ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাচঁ জন ভর্তি হয় ।
মকবুল হোসেনের পুত্র আব্দুল হাই (৪০),আবু সাইদ (৩৮),মোবাচ্ছের আলী (৩৫), মেয়ে নিলিমা বেগম (৩০)(স্বামী ওবায়দুল কাদের ),বউমা ফরিদা বেগম (৩৫)(স্বামী আব্দুল হাই ), নাতী মুন্না ( ৯)( পিতাঃ আবু সাইদ ), নাতী লিমন (১১) পিতা ঃ ওবায়দুল কাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত জন ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে ।
পাশ্ববর্তী পরিবারের আমিনার ইসলামের স্ত্রী মালেকা বেগম (৪৫),আনারুল ইসলামের স্ত্রী সামিনা বেগম ( ৪০),আজিজার রহমানের পুত্র মাসুম আলী (৪২), রফিকুল ইসলামের স্ত্রী রাশিদা বেগম(৪০), আনিছুল হকের কন্যা রাবেয়া ( ২ মাস) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাচঁ জন ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে ।
এ ব্যাপারে ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান,একটি মেডিক্যাল টিম পাঠিয়েছিলাম,তারা পরিদর্শন করে পাচঁজনকে সাথে নিয়ে এসেছে,দুই জন স্বাস্থ্য সহকারী সার্বক্ষনিক ওখানে রয়েছে,সবকিছু আমাদের নজরে আছে ।