নীলফামারীতে স্কুল কলেজ জাতীয় করণের দাবীতে প্রতিকি অনশন
https://www.obolokon24.com/2017/04/nilphamari_55.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৬ এপ্রিল॥
সারাদেশের বেসরকারী স্কুল ও কলেজ জাতীয় করণের দাবীতে প্রতিকি অনশন পালন করা হয়েছে জেলা শিক্ষক সমিতির ব্যানারে। আজ বুধবার সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নীলফামারী শহরের প্রধান শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসুচীতে শিক্ষকদের সকল সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মসুচীতে একাত্মতা প্রকাশ করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদসহ বিভিন্ন জন।
শিক্ষক সমিতির জেলা সভাপতি আশরাফুজ্জামান জুয়েলের সভাপতিত্বে অনশন কর্মসুচিতে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু হেনা গোলাম মোস্তফা।
স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মৃনাল কান্তি রায় জানান, শতকরা ৫টাকা হারে প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা প্রদানসহ দেশের বেসরকারী স্কুল কলেজগুলো জাতীয় করণের দাবীতে সারাদেশের প্রতিকি কর্মসুচী পালন করা হচ্ছে। #