ডিমলায় পাটচাষী প্রশিক্ষন ২০১৭ অনুষ্ঠিত।
https://www.obolokon24.com/2017/04/nilphamari_30.html
মোঃ জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ২৯ এপ্রিল শনিবার উপজেলা পাট অধিদপ্তর ডিমলা নীলফামারীর আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলরুমে পাট চাষী প্রশিক্ষণ/২০১৭ অনুষ্ঠিত হয়।
উচ্চ ফলন শীল (উফশি) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই পাট চাষী প্রশিক্ষন কর্মশালায় উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মহিবুর রহমান লোহানীর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন, এডি রংপুর বিভাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম তৈয়বুর রহমান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা, নীলফামারী, মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা, ডিমলা, আয়শা সিদ্দিকা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রমুখ।
একদিন ব্যাপী এই প্রশিক্ষন কর্মশালায় উন্নত পাটবীজ উৎপাদন, পাট পচন ও সঠিক চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করা হয়। প্রশিক্ষন শেষে ১০০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে উন্নত মানের পাটের তৈরী একটি করে ব্যাগ বিতরন করা হয়।