লালমনিরহাটে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
https://www.obolokon24.com/2017/04/lalmonirhat_22.html
নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে আব্দুর রহিম (৩৫) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার ভোরে বুড়িমারী সীমান্তে ওই বাংলাদেশি রাখালকে আটক করে বিএসএফ। আব্দুর রহিম পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারহাট এলাকার আতাউর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোরে উপজেলার বুড়িমারী সীমান্তের মেইন পিলার ৮৪২-এর ৫ নম্বর সাব পিলার সংলগ্ন সীমান্তের ওপারে আব্দুর রহিমসহ কয়েকজন রাখাল ভারতের ওপারে গরু আনতে গেলে ভারতীয় চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে। এসময় অন্য রাখালরা পালিয়ে আসতে সক্ষম হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।